মেহেফিল -এ- শায়র জহির হাসান
পাহাড়ে আসি গান গাওয়া
যখন পাহাড়ে গেছি
দেখি আমি গান গাচ্ছি
কান পাতি শুনি
মোর গাওয়া গানে
অন্য কেউ যেন ভাগ বসায়েছে!
দেখি যে পাহাড়ও কিছুটা গাইছে
আমার ভিতরে আসি
গানের ভিতরে!
ফলে এইভাবে
পাহাড়েতে আসি
একা একা গান গাওয়া
সত্যি অসম্ভব!
0 Comments.