Thu 18 September 2025
Cluster Coding Blog

পদার্থ বিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানসাধক স‍্যর চন্দ্রশেখর ভেঙ্কট রমণের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

maro news
পদার্থ বিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানসাধক স‍্যর চন্দ্রশেখর ভেঙ্কট রমণের প্রয়াণ দিবসে শ্রদ্ধা
স্বাধীন ভারতের প্রথম জাতীয় অধ্যাপক, পদার্থ বিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানসাধক স‍্যর চন্দ্রশেখর ভেঙ্কট রমণের আজ প্রয়াণ দিবস। ১৯৭০ সালে বেঙ্গালুরুতে ২১ নভেম্বরে, আজকের দিনে, এই গুণী বিজ্ঞানীর প্রয়াণ হয়েছিল। তিনি জন্মগ্রহণ‌ও করেছিলেন নভেম্বরে‌ই। ১৮৮৮ সালের নভেম্বরের সাত তারিখ। ১৯২১ সালে এই পদার্থ বিজ্ঞানী জাহাজে করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দেখলেন জলের রং আশ্চর্য নীল। ইউরোপে গিয়ে হিমবাহ দেখলেন। সেও চমৎকার নীল। স্বচ্ছ জল ও স্বচ্ছ বরফ নীল দেখানোর কারণ খুঁজতে খুঁজতে বিজ্ঞানী আলোকরশ্মির বিচ্ছুরণ নিয়ে বিস্তারিত ভাবলেন। গবেষণা করে জানালেন যে আলোকরশ্মি পদার্থের অণুর সাথে বিক্রিয়া করে পদার্থকে শক্তি যোগায়। শক্তি সঞ্চারিত হলে পদার্থের অণুতে চাঞ্চল্য দেখা যায়। তাতে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়। এই আবিষ্কারের জন‍্য তিনি ১৯৩০ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল অর্জন করেন। ১৯০২ সালে মাদ্রাজ প্রেসিডেন্সী কলেজে ভর্তি হয়ে ১৯০৪ সালে বিএ ও ১৯০৭ সালে এম এ পাশ করেন। ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালিত অধ‍্যাপকের আসন অলঙ্কৃত করেন। ১৯২৬ সালে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান জার্ণাল অফ ফিজিক্স। ১৯৪৭ সালে ভারতের প্রথম জাতীয় অধ্যাপক হন। ১৯৫৪ তে ভারতরত্ন পেয়েছেন। ১৯৫৭ সালে পেয়েছেন লেনিন শান্তি পুরস্কার।
লেখা - মৃদুল শ্রীমানী
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register