Thu 18 September 2025
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় সবর্ণা দে

maro news
সাতে পাঁচে কবিতায় সবর্ণা দে

ভার্জিন মোহিতো 

ভার্জিন মোহিতো প্রতি চুমুকে আরও ভার্জিন হচ্ছে । লাল নীল হলুদ ছদ্ম বেশে যাচাই করেছি , ভার্জিনের সংজ্ঞা খুঁজে পাইনি । সবুজ  ছদ্ম বেশ ধরা বাকি ছিল । পুদিনা পাতার ফাঁকে উঁকি ঝুঁকি মারা বরফের কুঁচি বলে দেয় - ভার্জিন একটা হিমশীতল সংজ্ঞা মাত্র । মাটির ভাঁড়ে খেয়েছি , পাথরের বাটিতে খেয়েছি , কাঁচের গ্লাসেও খেয়েছি । প্রশ্ন গুলো ঠোঁটে গিয়ে আটকে গেছে । তরল টুকু ঠোঁটের ফাঁক দিয়ে গলে উদরে পৌঁছে গেছে । মনের তাই কোনও প্রশ্ন নেই । ভাবনা গুলো ভার্জিন মোহিতোর বুদবুদে ঘোরে । ঠোঁট তাই শুধু চুমুক দিয়েই খুশি ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register