তলস্তয়। কাউন্ট লেভ নিকোলায়েভিচ তলস্তয়। আজ প্রয়াণ দিবস। ১৯১০ সালে, আজকের দিনে মারা যান। জন্মেছিলেন ১৮২৮ সালের সেপ্টেম্বরে, নয় তারিখে।
বিশ্বসাহিত্যের অন্যতম বরেণ্য পুরোধা পুরুষ ছিলেন তলস্তয়। যাপনেও ছিলেন অনন্য সাধারণ। ১৮৬৯ সালে গ্রন্থাকারে প্রকাশ পায় ওয়ার অ্যাণ্ড পীস। ১৮৭৮ এ বই আকারে প্রকাশিত হয় আনা কারেনিনা। সাহিত্য পিপাসু ব্যক্তিদের শ্রদ্ধা ও সম্ভ্রম উদ্রেককারী দুইখানি বই।
0 Comments.