Thu 18 September 2025
Cluster Coding Blog

স্মরণে নোবেল বিজয়ী বার্ণার্ড শ

maro news
স্মরণে নোবেল বিজয়ী বার্ণার্ড শ
১৯২৫ সালে সাহিত্য বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন জর্জ বার্ণার্ড শ। আইরিশ নাট‍্যকার শ ছিলেন সুরসিক। ১৯২৬ সালে আজকের দিনে অর্থাৎ আঠারো নভেম্বর, বার্ণার্ড শ নোবেল সাহিত্য পুরস্কার গ্রহণ করতে গিয়ে পুরস্কারের অর্থমূল্য প্রত‍্যাখ‍্যান করেন। এই বিপুল অঙ্কের টাকা প্রত‍্যাখ‍্যান করে শ বলেন, "I can forgive Alfred Nobel for inventing dynamite but only a fiend in human form could have invented the Nobel prize." তাঁর বিখ্যাত কয়েকটি সৃষ্টি হল ম‍্যান অ্যাণ্ড সুপার ম‍্যান (১৯০২), পিগম‍্যালিয়ন (১৯১২) আর সেন্ট জোয়ান (১৯২৩)। এরমধ্যে পিগম‍্যালিয়ন এর চিত্রনাট‍্য লেখার জন্য তিনি ১৯৩৮ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পেয়েছেন। তিনিই একমাত্র ব‍্যক্তিত্ব যিনি একই সঙ্গে নোবেল জয়ী ও অ্যাকাডেমি প্রাপক। এই মহান সাহিত্যিক ১৮৫৬ সালে ২৬ জুলাই আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মেছিলেন। আর প্রয়াত হন চুরানব্ব‌ই বছর বয়সে, ১৯৫০ সালে, এই নভেম্বর মাসেই, দুই তারিখে।
লিখেছেন - মৃদুল শ্রীমানী
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register