তোমার গায়ের ঝরে পড়া শীতের গন্ধ শোঁকার জন্য ভাঁজ করা প্রতীক্ষা খুলে রাখি..
শীতের সঙ্কুচিত বেলাতে হয়ত কোনদিনও দীর্ঘ কালো চুল বেয়ে রাজকন্যার ঘরে পরকীয়া প্রবেশ হবে না...
অপ্রাপ্তি যেখানে ধর্ম সেখানে...
তাই আমি ধার্মিক এখন
তাই তোমার ভালো লাগা গন্ধের সেভিং ক্রীম দিয়ে দাড়ি কাটি প্রতিদিন নিয়ম করে...
আফ্টার সেভ লোশন তোমারি গায়ের গন্ধ যেন...
সেই ব্র্যান্ড যেটা তুমি প্রথম কিনে দিয়েছিলে উপুড় করা ভালোবাসার লাগামছাড়া দিনে..
" ম্যায়নে পিয়ার কিয়া "... একসাথে প্রথম সিনেমা রুপশ্রী হলে...
তারপর রূপময়া, দীপ্তি আরো কত সিনেমা হল সাক্ষী - আরো কত একান্ত সিনেমা দেখার...
স্বভূমিতে কিম্বা পর ভূমিতে...
এক একটা অরন্য অনেক বিনিময়ের সাক্ষী...
আঙ্গুল,ওষ্ঠ, সব কিছু...
ডুয়ার্সের রাস্তাগুলো তখন হাসাহাসি করত আমাদের দেখে...
মনে পড়ে?
আমাদের সেই গভীর অরণ্যের অসামাজিকতার আষ্টেপৃষ্টে দিনগুলি?
0 Comments.