Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা

maro news
মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা

জীবন এক রহস্যময় গোলকধাঁধা

সে জানতো প্রভুর সংকীর্তন করলে পাপ ক্ষমা হয়ে গড়িয়ে পড়ে পায়ের ওপর! মন ও আত্মার ভেতরে হুহু করে ঢুকে যাচ্ছে চাঁদের দেশের গল্প! জ্বরের কোনো রঙ থাকে না প্রেমহীন বিবাহিত জীবনের মতো! সভ্যতার আদি পর্বে যদি তোমার সাথে আমার দেখা হতো একটি গুরুত্বপূর্ণ অধ্যয় রচিত হতো নিঃসন্দেহে। কিন্তু বিধি বাম সেই কর্মকা-- তোমার সাথে আমার দেখা হয়নি, এমনকি ভরা বরষাতেও! এখন আত্মা ও বিজ্ঞানের দ্বন্দ্বের মধ্যে মন সাত আসমানের তারা ছুঁতে চায়! কার বিদ্যা কতটুকু তা জাহির করবার মতো কোনো অবকাশ আজ আর নেই এরকম ধারণাকে বিশেস্নষণ করলে অস্থিতি অসিত্মত্বের ভেতরে নির্ভরতা খুঁজতে চায়! জীবন এক রহস্যময় গোলকধাঁধা আমার একান্ত ভাবনার ভেতরে আজকাল দৃশ্যমান অস্তিত্ব মূর্ত হয়ে ওঠে; য্যানো আমার মুখোমুখি বুদ্ধিবৃত্তির ঈশ^র থিতু হয়ে বসেছে! অবচেতনার অন্ধকারে কে তুমি বসন্ত জাগালে? এ য্যানো হাজার বছরের প্রাণশক্তি! ওপাশে হার্পবাদক নির্ভরশীলতা অর্জনে খুঁজে পায় নির্বাণের স্বর
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register