Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র কাজী জুবেরী মোস্তাক 

maro news
মেহেফিল -এ- শায়র কাজী জুবেরী মোস্তাক 

জীবন যোদ্ধা

মুঠোফোনের বাঁশির সমনে ঘুম ভাঙে খুব ভোরে তেল চিটচিটে আকাশটা তাকিয়ে থাকে হা করে ; তখনও ক্লান্তিতা থাকেই কোষ গুলো দখল করে তবুও শ্রমিক জীবিকার তাগিদে বিছানাটা ছাড়ে ।
ঘুম জড়ানো চোখে মাথা গুঁজে হেঁটে চলে সবাই প্রত্যেকে ওরা জীবন যোদ্ধা ; করছে শুধু লড়াই ; ফোরম্যানের কর্কশ খিস্তি তবুও করে যায় সেলাই ওরাই আঁধারে আলো জ্বালানোর সুপ্ত দেয়াশলাই ।
ফিরতি পথে কষ্টের গুষ্টির ষষ্ঠী করে ঘরে ফেরা আর তামাক পাতায় ক্লান্ত শরীরটাকে চাঙা করা ; এ যেনো ওদের দৈনন্দিন জীবনেরই বোঝা পড়া তবুও সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে প্রত্যয়ী ওরা ।
সুতোর ফোঁড়ে ফোঁড়েই ওদের নতুন দিনের স্বপ্ন তাই নতজানু হয়েও ওরা কাজ করে চলে নিমগ্ন ;. ধনীর স্বার্থে শ্রমে শ্রমে জীবনটা করে যায় বিপন্ন তবু শ্রমিকের রক্তেই ধনীদের তৃষ্ণা মেটে আজন্ম ।
অভিশপ্ত রোদে তামাম শহর আজকে পুড়ে যায় শ্রমিকের ঘামে তবুও এই শহর সচলই রয়ে যায় ; গরীবের অশ্রু আর ঘামে ধুয়ে যাওয়া সেই রাস্তায় যুগে যুগে ধনীরাই চড়ে দামী গাড়ি লাল গালিচায় ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register