মেহেফিল -এ- শায়র রুদ্রাক্ষ রায়হান
জিকির
হাট বাজারে তোমার নামে হুলুস্থুল
তুমিই নাকি এ তল্লাটে গোলাপ ফুল
তুমি কি তা জানো?
তোমার চিবুক, আর ভরা বুক, দুই বেনী
এ তল্লাটে তুমিই হুর আসমানী
তুমি কি তা জানো?
সমস্ত দিন তোমার নামে জপ গুনি
তুমি বাজাও ভেতর ঘরে ঝুনঝুনি
তুমি কি তা জানো?
0 Comments.