মেহেফিল -এ- শায়র রুদ্রাক্ষ রায়হান
গন্তব্য
এক বেদুইন পাখি উড়তে উড়তে
ক্লান্তিতে মগডালে থামে, তখন-
পৃথিবীর বৃক্ষেরা পাখিবিদ্যার নামতা পড়তে শেখে।
বৃক্ষ, পাখির শরীর দেখে শিখে নেয়
তুমুল নরমেরা রাত এলে
কঠিনের বুকে বাসা বাঁধে।
আর
সূর্যের রং ছুঁয়ে
উড়ে যায় দূরে বহু দূরে।
0 Comments.