Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহফিল-এ-শায়র রুদ্রাক্ষ রায়হান

maro news
মেহফিল-এ-শায়র রুদ্রাক্ষ রায়হান

প্রেম পুষ্পের গান

প্রেমে না পরা মানুষ ভুল পথে আছে।
সময় এক ঘাতক মহিষী লাল চোখ, শিং নেড়ে আসে কালো শিং, গুঁতো দেয় হাসে ভালো না বাসা মানুষ অন্ধকার রাতের সমান।
প্রেমে পরেছিলো যে পুরুষ সূর্যের ভাই।
সবুজ পাতার বন লাল হয়ে যায় তীর্যক আলোয় পোড়ে নীল গাই প্রেমহীন অরণ্যে পুষ্পেরা নাই ভালোবাসলে মানুষেরা সবুজ বিটপী হয়ে ওঠে।
প্রেমোদক মানবীর চুরি যায় বয়সের বই।
তুমুল প্রেমের বয়স অল্প, আঠারো সমান গান শোনা শখ আর মাছরাঙা ভালো লাগে ঢের নিজের গহীনে রাখে ঢেউ নদী চলার পথের ভালোবাসার মানুষেরা শরীরে নদীর ছবি আঁকে।

রাত পুষ্প

বিবিধ বৃষ্টির রাতে একলা মানুষ জলের শব্দ শুনতে গিয়ে চুপচাপ গলে যেতে চায় বৃষ্টিও জানে নিজস্ব ফাঁদের যত কলা।
এই মুখ, অবয়ব- শরীরের রং সমস্তই মুছে গেলে অন্ধকার রাতের-- জোনাক আলো দেয় ভাঁটফুল ঝোপে নিঃসঙ্গ পথ ঘাট সাপের শরীর নিয়ে দূরদেশে যায়।
দূরের শহরে থাক অভ্যস্ত জীবন তস্কর আলোর ব্যাগে গোছানো শ্লেষটুকু থাকুক বাঁশঝাড়ে বাতাসের রাগ থেমে গেলে শুনশান আঁধারের রাত ঘুম যায়।
বয়ে যাচ্ছে নৈঃশব্দের নদী তর তর বিষন্ন বাতাস খেলে যায় দ্যাখো, রাত জেগে অন্তত কেউ আছে।

মেঘ পুষ্প

খন্ড মেঘ উড়ে যাচ্ছে দলছুট পাখি, নিঃসঙ্গ ঝাউ বনের পাশে একলা চলা মাছের স্বভাব নয়।
একজন মানুষ সমুদ্রের ঢেউয়ের গল্প জানে
অকস্মাৎ চাঁদ কথা দিয়েছিলেন একদিন জলে মিশে যাবেন, মেঘের- শরীরে তখন জলের ছবি, মাছের কানকো, জাহাজের মাস্তুল।
একলা পাখি মেঘের শরীর চিনে
একদিন ঝাউবন মেঘ উড়ে নদী, ঘুরে ঘুরে পাহাড়- মাস্তুলে নাবিক, ঝাউ বনে চাঁদ একদিন টুপ টাপ জল আর মাটিতে নামবে না।

মীন পুষ্প

শীতল শ্যাওলার রাতে- জলের গহীনে ডাক ওঠে কানকোয়, পখনায় ঢেউ খেলে যায় অগোচরে।
এমন রাত্রিযাপন পৃথিবীতে ঘুম ডেকে আনে পিট পিট বুদ্বুদের পুকুর, চাঁদ তার শরীরের রং ঢেলে দেয় রাতের জলের রং রুপালী তারার মতো লাগে।
শ্যাওলার সবুজেরা ছেয়ে যায় শান বাঁধানো ঘাটে রাতে মাঝ ঘরে মানুষেরা শরীরের গান ধরে রোজ তারপর জলে নেমে মাছেদের ঘাই দেয়া দেখে।

বিভ্রম

কি অদ্ভুত পালঙ্কে সে ঘুমায় তার চোখে হেরাক্লিয়নের সাত'শ নোঙর খেলা করে জলের তলার মাটি পালঙ্কের পা ছূঁয়ে আছে
বিষন্ন শহরের মেঘ আর অন্ধকার- শঙ্কুল রাত, চোখের কাজল ছূঁয়ে রাত্রিরা দূরে সরে যায়। একপাটি সাদা দাঁত খিল খিল ঢেউ তুলে হাসে।
অশ্লীল মৃত্যুর মত আমাকে গ্রাস করে নিলে- কালো টিপ, জলের ভেতরে ঢেউ ওঠে সবকিছু ভেঙেচুরে পৃথিবী স্থির হয় প্রজাপতি উড়ে যায় গাঢ় লাল ঠোঁটে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register