Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র শাপলা সপর্যিতা

maro news
মেহেফিল -এ- শায়র শাপলা সপর্যিতা

অন্তর্বাস 

যেদিন ব্রহ্মপুত্রের খোলাজল ধুতে দিয়েছিল বুকের বসন খুলে দিয়েছি অন্তর্বাস, চুলের বিনুনী শরীরের ভাঁজ খুলে দিলে নদী জেনেছিল হৃদয়ের যাতনা-বিষাদ শরীরের ভাঁজে জেগে ওঠা চরের বেওয়ারিশ বিলাপ।
তুমি বলেছিলে; ‘ভালোবাসলে নগ্ন হতে দ্বিধা কী?’ নিজ হাতে খুলে নিয়েছিলে খুলে পড়েছিলে বেদনার দীপাবলি তারপর তৃষ্ণার জলে বিষাদ এলে বনপ্রান্তর ছাড়িয়ে আরও গ্রাম-নদী-পথ-প্রান্তর,
মনে পড়ে? তুমিই বলেছিলে; ‘কেবল ভালোবাসলে নগ্নতায় পাপ নেই!’
আমি বিষণ্ন অন্তর্বাসহীন পাপের ঠিকানা জানি না আজও।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register