Thu 18 September 2025
Cluster Coding Blog

শায়র-এ- মেহফিল রনি অধিকারী

maro news
শায়র-এ- মেহফিল রনি অধিকারী

জীবন যেখানে যেমন

অভিনয়ের আড়ালে ঢাকা এ আমার বন্দী জীবন এক আসলে আমি কোথাও যেতে পারি না- করতে পারি না কিছুই হাত-পা শেকলে বাঁধা-ভাব করি যেন এক মুক্ত বিহঙ্গ এমন ফুরফুরে মেজাজে হাঁটি-যেন কোন শেকল নেই পায়ে
দু’চোখ থেকেও আমি অন্ধ-দেখি না কিছুই এমনভাবে চোখের পলক ফেলি, সবাই ভাবে দেখছি সবই আমি কিছুই বলতে পারিনা-যা কিছুই উচ্চারণ করি তার সবই শেখানো বুলি- যাত্রাপালার অভিনয়ের মতো আসলে কোন বাক্য রচনা করবার ক্ষমতাই নেই আমার
অভিনয়ে বড় বেশি পাকা আমি- একটা লাশ হয়ে হেঁটে বেড়াই বোঝে না কেউই-চিমটি কেটে দেখে না কেউ বেঁচে আছি নাকি মরে গেছি
আমি দুঃখ পাই না- কোন সুখানুভূতিও নেই আমার কেননা মরা লাশের বন্দী জীবন আমার শুধুই ঘুরপাক খাই সাড়ে তিন হাত বন্দী পরিখায়
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register