Thu 18 September 2025
Cluster Coding Blog

 মেহেফিল -এ- শায়র, পিয়াস মজিদ

maro news
 মেহেফিল -এ- শায়র, পিয়াস মজিদ

বর্ষা আসে, বসন্ত

রূপবৃষ্টি

 বৃষ্টি একটা পথ দাঁড়ালে দেখা যায় ওই তো অতি কাছে মেঘদূতের মহল্লা। এত খুনি-বায়ু রক্তলীলার ঢেউ তবু বৃষ্টি সেই সমুদ্র মেলে ধরে যেখানে তুমি নামের লাজুক তীর্থ; মল্লারে ছাওয়া। আসন্ন সব শুষ্ক স্বপ্নের মচ্ছবে বৃষ্টি গরিব এই আমার একজনমের রিমঝিম কানাকড়ি।

 ২. বসন্তলিপি

কুহুক্লান্ত কোকিলের আত্মকথায় নোঙর আমাদের সব পাতা-ঝরা প্রবণতার। সে আসে তবু ফাল্গুন ফিকে হয়ে যায় ধুঁকে ধুঁকে চৈত্র; আবহমান এই কুৎসিত জলসায় জ্বলে আর নেভে নেভে আর জ্বলে রূপনীল-রূপলাল হাউজ। একদিন এভাবে ঝরে যাব ঋতুহীন; স্বপ্নে সমাধির জতুগৃহ বসন্তসবুজ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register