কাব্যজোনে সানন্দা গাঙ্গুলী
অভিমুখ
মনে পড়ে ছোটবেলায় বিজ্ঞানে পড়েছি
একটা ছোট টব নাও, তাতে মাটি রাখো,
বীজ পোঁতো, জল দাও---
তারপর অন্ধকারে রেখে দাও,
অঙ্কুরোদগম হলেই দেখবে
চারাগাছ ক্রমশ আলোর দিকে বাড়ছে।
ভালোবাসা এমনই এক অনুভূতি
একটা ছোট জায়গায় মাটি রাখো ,
বীজ পোঁতো, জল দাও---
তারপর তাকে যতই অন্ধকারে রাখো
আলোর অভিমুখ ঠিক খুঁজে নেবে।
0 Comments.