Thu 18 September 2025
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়রে অরণ্য পারভেজ

maro news
মেহেফিল -এ- শায়রে অরণ্য পারভেজ

আকাশপুর  

কোথায় যাচ্ছো? _হারিয়ে! আমিও হারাতে চাই, সঙ্গে নিবে? _দুজনে কখনো হারানো যায় না! কেন? _হারাতে হয় গোপনে, খুব একা! আমরা না হয় দুজনে মিলে একা হবো? _লোকে বলবে ঘর পালিয়েছি! বলে বলুক, ভয় কিসে? _তুমি বড্ড অবুঝ! তা জানি। _যাচ্ছি আমি। কত দূরে? _অচিনপুরে! আমিও যাই? _উহু, সে অনেক দুরের পথ! তাতে কি, যাবোই আমি! নিলাম শপথ। _তুমি বড্ড অবুঝ! তা জানি! _যাই আমি? আচ্ছা, অচিনপুর কত দূরে? _মেঘের ওপারে! সেখানে তো আকাশ থাকে? _রংধনু মেঘ স্বপ্ন আঁকে! আমায় নিবে? _কেন যাবে? রংধনুতে রঙিন হবো, মনের কথা তারে কবো! _তুমি বড্ড অবুঝ! তা জানি। _যাই আমি। আমিও যাবো পিছে! _কেন ব্যথা বাড়াতে চাও মিছে? ভালোবাসি যে! _ফিরে যাও। উহু! সঙ্গে নাও? _তুমি বড্ড অবুঝ! তা জানি। _যাচ্ছি আমি। আমায় সঙ্গী করো তোমার আকাশে! _আকাশ তো থাকে বুকের পাশে! আমার সেই আকশটা চাই? _সে, তো আর আমার নাই। কি হলো তা? _সে অনেক কথা! আমায় বলো? _সঙ্গে চলো। সত্যি নিবে? _কি দিবে? আমায় দেবো! _হা হা হা...!! তুমি বড্ড অবুঝ! তা জানি। _চলো যাই তবে! বলতে পারো, আমায় কি দিবে? _বুকের পাশের আস্ত আকাশ! সেখানে কি আমার বসবাস? _ঠিক যেন তাই! তবে বললে কেন, সে আকাশ আর তোমার নাই? _মিথ্যে তো নয়! তোমার সবকিছুতেই অভিনয়। _যাই এবার? কতদুরে? _এই তো খুব কাছে! বুকের পাশের আকাশপুরে!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register