Thu 18 September 2025
Cluster Coding Blog

উলি বাবা লে-তে কৌশিক দাস

maro news
উলি বাবা লে-তে কৌশিক দাস

ছোটদের জন্য 

মা

ছোটদের জন্য কৌশিক দাস মাথার উপর রোদ্দুর আর চক্রাকারে চিল , গ্রামের কোণে শুকিয়ে এলো আড়িয়ালের বিল । দুই ভায়েতে গুগলি কুড়োয় এক্কেবারে ভিজে , পেটের ভিতর আগুন জ্বলে পাচ্ছে খিদে কি যে ! কিন্তু তাদের খিদের কথা বলবে তারা কাকে ? সেই কবেকার বোশেখ মাসে হারিয়েছিল মা কে ! খিদে পেলে তাইতো ওরা তাকিয়ে থাকে দূরে... ধোঁয়া ধোঁয়া ওই দেখা যায় পিচগলা রোদ্দুরে । ওইখানে মা কুটনো কোটে, উনুন ধরায় ওই ; গরম গরম ভাত রেঁধে দেয় , বিন্নি ধানের খই। -' সকাল থেকে খাসনি কিছু , দৌড়ে এসে খা... ' দেখতে দেখতে খিদে উধাও.. ম্যাজিক জানে মা!

পাবলো এবং চাঁদের বুড়ি

এক যে আছে চাঁদের বুড়ি , চাঁদের দেশে থাকে । রোজ সকালে ঝাঁট দিয়ে দেয় চাঁদের উঠোন টাকে । তাই তো রাতে অমন দেখো - চাঁদের আলো সাদা ! সবটা জানে ঠাম্মা আর সবটা জানে দাদা । চাঁদের দেশে শুধুই হাসি , কান্নাই নেই কোনো ! একটি কথা চুপি চুপি বলছি তোমায় শোনো - চাঁদের দেশে চরকা বুড়ি , জানোই তো সে একা ! এক যে ছিল মামদো ভুত হঠাৎ দিলো দেখা ! যেই না দেখা! ওমনি বুড়ি কাঁপছে ভয়ে থরো ! বললো ডেকে," ও দাদুভাই পাবলো আমায় ধরো ।" পাবলো তখন ভীষণ রেগে , ঢাল - তরোয়াল নিয়ে , বাঁচিয়ে দিল ঠাম্মা টাকে চাঁদের দেশে গিয়ে । তখন থেকে চাঁদের দেশে সবাই খুশী ভাবো...... সবাই ভাবে পাবলো আছে ভয় কেন বা পাবো ? তোমরা ভাবো কে সে ছেলে? কোথায় বা সে থাকে ? ঠাম্মা যখন রাস্তা পেরোয় পাবলো পাশেই থাকে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register