তোর হাত ধরে যাবো
গণ্ডগ্রামে বই এর দোকানে
তার পর নেমে যাবো
গুনে গুনে অলৌকিক সিঁড়ি
প্রাচীন শহর তার
পাতায় পাতায় পদাবলী
কস্তুরী গন্ধের সন্ধ্যা
পৌরাণিক চর্যাগান গুলি
বেঁধে নিবি উদাসী আঁচলে
রাত্রি হলে মধুযামে
উড়িয়ে আবার গান গুলি
ফিরে আসবি গুনে গুনে
আগ্নেয় শিলার গাঁথা সিঁড়ি ,
তোর হাত ধরে যাবো
এখনো ডাকছে দেখ
মগ্নমাঠ ,নেমে যাওয়া সিঁড়ি I
0 Comments.