Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা - তে অসীম সাহা

maro news
কবিতায় পদ্মা-যমুনা - তে অসীম সাহা

চলো হারাই দু'জনে

প্রতিটা সকালে তোমার কপালে দিয়েছি , সূর্যের থেকে নিয়ে রক্তিম টিপ প্রতিটা রাতে তোমার ললাটে দিয়েছি , চাঁদের থেকে নিয়ে স্নিগ্ধজ্যোতি টিপ ! এই টিপ পরিয়ে হৃদয়ের পটভূমিতে আঁকি তোমার দ্যোতনা প্রতিদানে আমায় সারাবেলা ঘুরিয়েছো বিরহী উৎসবে রাতের তারার মিটিমিটি আঁধারে হয়েছো স্বপ্নলোকের পড়শী তবুও তোমার মধুর প্রেমেতেই আমার রক্ত দোলে ! কি বিস্ময় ! কি বিনিময় ! জীবনের সব কিছুর শেষ থেকেই নতুন কিছুর শুরু ভরসা হতে হতাশা আবার হতাশা হতে ভরসা । অপেক্ষায় আর প্রতিক্ষায় জীবন বয়ে চলে নদীর মতো সবাই পারে কি এমন চলমান থেকে উত্তাল তরঙ্গের দোলায় দোলতে? এমন ভাবনাকে সঙ্গী করে খুব ইচ্ছে হয় - কম্পাস বিহীন একটি জাহাজে দু'জন হারিয়ে যাই গন্তব্যহীন অজানার পথে !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register