Fri 19 September 2025
Cluster Coding Blog

গল্পে ইন্দ্রজিৎ সেনগুপ্ত

maro news
গল্পে ইন্দ্রজিৎ সেনগুপ্ত

একটি ভুতুড়ে প্রেমের গল্প

হতাশায় পেনটা ছুঁড়ে ফেলল ইন্দ্রনাথ। লিখতে বসেছিল ভৌতিক গল্প, কিন্তু ঘন্টা তিনেক পরে ডাইরি ভরে উঠল একটা ভৌতিক প্রেমের গল্পে। আগের দিন তো আরও যাচ্ছেতাই কাণ্ড ঘটে গেল। বাড়ির সবাই সন্ধ্যেবেলা মার্কেটিং করতে যাবার পর ইন্দ্রনাথ বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে লিখতে বসল। তার ধারণা হয়েছিল এরকম পরিবেশে ভূতের গল্প লেখার মাথায় প্লট আসবে কিন্তু শেষমেষ হাওয়ায় মোমবাতি গেল নিভে আর অন্ধকারে সুইচ বোর্ডের কাছে যেতে গিয়ে খেল এক আছাড়। অন্ধকার ঘর। দু-চারটে জোনাকি ঘরের মধ্যে আপন মনে ঘুরে বেড়াচ্ছে। কি যে করবে ভেবে পাচ্ছে না, এমন সময় কে যেন নাকি সুরে বলে উঠল, “ই-ন্দ্র-না-থ, ই-ন্দ্র-না-থ, শুনতে পাচ্ছিস? নেতাজী স্কুলের কথা? মনে পড়ছে? স্কুলের পুকুরে নৌকা বিহারের কথা? মনে পড়ছে? …. জানিস, ইন্দ্র! মরেও শান্তি পেলাম না”! ইন্দ্রনাথ চিৎকার করে উঠল, কে, কে ওখানে? একটা ছায়া দেয়ালের গা ঘেঁষে সরে গিয়ে বলল, “এই দেখ, ভূত হয়ে তোদের বাড়ির পাশে বাবলা গাছের ডালে বসে আছি। এখন রাত ক'টা বাজে, কে জানে! ঘুম ঘুম পাচ্ছে। একটা ঘড়ির ব্যবস্থা যদি থাকত, তবে অন্তত বুঝতে পারতাম, ভোর হতে আর কত বাকি? সদ্য ভূত হয়েছি, তাই এখনো রাতের বেলা ঘুমের নেশাটা কাটেনি। তারপর মাথায় উপর টেনসন, শালা! বলে কিনা, এখন প্রেম করতে হবে! প্রেমে পড়াটা যদি অতই সহজ হতো তাহলে বিরহের গান গেয়ে লোকে বেঁচে থাকত না। জীবিত অবস্থায় যেটা হল না, সেটা নাকি এখন মরে গিয়ে করতে হবে! আবার বড় গলায় বলা, এটা এখানকার রুল। অপূর্ণ কাজ গুলো এখানে পূর্ণ করা। গুলি মারি তোর রুলের পিছনে।… মনে আছে তোর, জয়ন্তীর কথা। প্রেম করার আগে আমাদের দুজনার নৌকা বিহার। তুই নৌকা চালাচ্ছিলি। তারপর তেনার পুপুদিদি এমন চোখ রাঙানি দিলেন, শেষে জয়ন্তী প্রেমে ভঙ্গ দিল। আমিও অবশ্য তখন ভয় পেয়ে পালিয়ে গেছিলাম। তারপরে নাকি তিনি আমার জন্য কেঁদেছিলেন। আর শ্রাবণী, সঞ্চিতার কথা তো তুই সব জানিস। চিরকাল ভালোছেলে হয়েই রয়ে গেলাম, কারও প্রেমিক হতে পারলাম না কোনওদিন। তোর মাথা নিশ্চয় গুলিয়ে যাচ্ছে, আমার এইসব কথা শুনে। আমারও গিয়েছিল। তাহলে একটু আগে থেকে বলি শোন। যেদিন ট্রেনের তলায় মাথা দিয়ে, মাটির সাথে চিপকে গেলাম, হাড়-মাস সব দলা পাকিয়ে গেল, সব লোক তখন এসে আমার আইডেনটিটি খুঁজতে লাগলো, আর তখন আমি সোঁ সোঁ করে উড়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, আমি নিজেও জানি না। শুধু উড়ছি। এতক্ষন নিশ্চয় নীচে আমার খন্ড খন্ড বডি নিয়ে পরীক্ষা- নিরীক্ষা শুরু হয়ে গেছে। কেউ বলছে সুসাইড, কেউ বলছে অ্যাক্সিডেন্ট। বেশ কিছু সময় পর সোঁ সোঁ শব্দে উড়তে উড়তে হঠাৎ পালটি খেয়ে নীচের দিকে পড়তে লাগলাম। চারিদিকে শুধু কালো আঁধার। কিছু দেখতে পারছি না। তবুও আমি নামছি। কিছু একটা তে ধাক্কা খেয়ে পড়ে গেলাম আমি। এ কোথায় এলাম? চারিদিকে গাছ-পালা। ঘন জঙ্গল। কোথাও কোথাও বুনো কাঁটা লতার ঝোঁপ-ঝাড়ে পরিপুর্ন। আমার চারিপাশে পাঁচ ছ'জন মানুষ ঘিরে ধরেছে। ভুল বললাম, মানুষ নয়। মানুষের ভূত। কিম্ভুতকিমাকার চেহারা, জবা ফুলের মতো লাল চোখ,-আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আমার ও চেহারা নিশ্চয় ওদের মতো হয়েছে! সে চেহারা আর আমার দেখতে ইচ্ছে হল না। -"আমি কোথায়?" সামনের ভূত গুলোকে জিজ্ঞেস করলাম আমি। -"এটা ভূতেদের রাজ্য। চলো আমাদের রাজার কাছে। এ রাজ্য আবার কবে তৈরী হল? এ রাজ্যের খবর নিশ্চয় মনুষ্য প্রজাতির কাছে অজানা। নইলে, এ বলতো আমার, ও বলতো আমার। কিছু সময় পর, আমি রাজার সামনে গেলাম। একটা হাড়ের তৈরী চেয়ারের উপর বসে আছেন উনি। রক্ত বর্ন চোখ। লম্বা-চওড়া চেহারা। শরীরের হাড় গুলো মোটা মোটা। আমাকে দেখে বিশ্রী, বাঁচখাই গলায় বললেন, -"পড়া শুনা জানো? শিখেছিলে?" কি রে! এ বেটা, জীবিত অবস্থায় কলেজের প্রফেসর ছিল নাকি? শান্ত গলায় বললাম,-"হ্যাঁ, স্যার। করেছিলাম, তবে বেশি দূর নয়।" -"আর কি কি করা হত?" -"খেলা ধূলা করতাম, টি.ভি দেখতাম। বই পড়তাম। বর্তমানে চাকরীও করতাম।" আমি বললাম। -"তবে মরতে গেলে কেন?" -"ভাল লাগছিল না। তাই দুম করে মরতে ইচ্ছে হল। তবে মরে গিয়ে এখন বেশ ভালই লাগছে।" -"এতটা এক্সাইটেড হওয়ার দরকার নেই। প্রেম করা হয়েছিল?" -"না! ওটা আর করা হয়ে ওঠেনি। জীবনে সব পেয়েছি স্যার, টাকা-পয়সা,মান-সম্মান, মানুষের ভালোবাসা, কিন্তু ওই নির্দিষ্ট কারও ভালোবাসাটা পায়নি।" -"কেন?" -"মনে হয় ডি.পি. র প্রবলেম ছিল।" -"ডি.পি. মানে?" রাজামশাই অবাক হলেন। -"ওহ! আপনি যখন বেঁচেছিলেন, তখন বোধ হয় ফেসবুক, হোয়াটঅ্যাপস ছিল না। তাই ডি.পি. মানে জানেন না।" -"বয়স কত?" -"এই, সাতাশ পেরিয়ে আঠাশে পড়ল।" -"হরিপদ!" রাজা হাঁক দিলেন। একটা বেঁটে-খাটো ভূত এল। মারবেলের মতো গোল গোল চোখ। হাতে একটা লাল কভারের খাতা। আমি নিশ্চিত, এ বেটাও নিশ্চয় ওই প্রফেসরের পি.এ.ছিল। -"ও কে, একটা একুশ নাম্বার পাতা থেকে একটা কাজ দাও।" রাজামশাই আমার দিকে আঙুল দিয়ে দেখালেন। হরিপদ খাতা উলটালো। আমার দিকে তাকিয়ে বলল,-"তোমাকে প্রেম করতে হবে। একমাস সময় দেওয়া হল।" আমি অসহায় ভাবে রাজামশাই এর দিকে তাকিয়ে বললাম,-" স্যার, এ কাজ আমার দ্বারা হবে না। অন্য কোনো কাজ থাকলে বলুন!" -"কেন?" -"জীবিত থাকতে কেউ ভালবাসতে চাইলো না,- এখন কে বাসবে? প্লিজ অন্য কাজ দিন!" -"না। এটাই আমার শেষ কথা। এখানে এটাই রুল। আর না পারলে, আবার মানুষ হয়ে ফিরে যেতে হবে।" মহা ফ্যাসাদে পড়লাম। আবার মানুষ! মনে মনে ঠিক করে নিলাম, আবার মনুষ্য জগতে ফিরে যাওয়ার থেকে, এখানে প্রেম করা ভাল। কিন্তু মাস শেষ হতে চললো। অনেক চেষ্টা করলাম। অথচ প্রেমিকা জুটলো না। কি করে জুটবে? আমার মতো প্যাংলা ভূত, যাকে দেখে কেউ ভয় পায় না; তাকে কে ভালোবাসবে? যেই দেখে, সেই নাক সিটকে দুরে সরে যায়। তাই মন খারাপ করে এই রাত দুপুরে বাবলা গাছের ডালে বসে আছি। কি জ্বালা বল তো! মরেও একটু শান্তি পেলাম না। চারিদিকে নিকষ কালো অন্ধকার। তবুও আমি দেখতে পাচ্ছি। ভূতেরা অন্ধকারেও দেখতে পায়। হঠাৎ একটা মেয়েলি কন্ঠের গলা পেলাম। -"এই যে শুনছেন?" -"কে?" -"আমি। এই তিন দিন হল এখানে এসেছি। কিছু বুঝতে পারছি না।" মেয়েটি চোখের নিমেষে উঠে আমার সামনের ডালের উপর বসলো। -"আপনি কি কাজ পেলেন?" আমি বললাম। -"এই ঘুরে বেড়ানো। কারন, মরার আগের আমি কোথাও কোনোদিন বেড়াতে যাই নি। কিন্তু, আপনিই বলুন,একা একা কখনও ঘুরে বেড়াতে ভাল লাগে?" -"না। একদমই না।" -"আপনি একা একা বসে আছেন, তাই একটু এলাম গল্প করতে।" 'এ যেন গোদের উপর বিষ ফোঁড়া!' আমি মরছি আমার জ্বালায়,আরেক জন গল্প করতে এলেন! বললাম,-"ভালই করেছেন। তবুও একজন সঙ্গী তো পাওয়া গেল।" এখানকার অনান্য ভূত গুলোর কোনো কাজ নেই। বেশ মজায় আছে কেউ কেউ। জীবিত অবস্থায় তারা সব কিছুই কমপ্লিট করে এসেছে। আমরা দুজন হাঁটতে লাগলাম জঙ্গলের ভেতর দিয়ে। কাঁটা- লতা গায়ে বিঁধে যাচ্ছে,তবুও লাগছে না আমাদের। -"মনে হয়,আপনি খুব কম কথা বলেন?"মেয়েটি বলল। -"তা একটু বলি।" -"আপনি কতদিন হল এখানে এসেছেন?" -" এই, মাস খানেক হতে চলল।" -"আচ্ছা, আপনি এখানে এলেন কি করে? যদি কিছু মনে না করেন, খুব জানতে ইচ্ছে করছে।"মেয়েটি আমাকে জিজ্ঞেস করল। মানুষ কেন সুসাইড করে, সেটা সবাই জানতে চায়। কিন্তু তার কারন টা কেউ বুঝতে চায় না। মেয়েটির কথার উত্তরে বললাম,-"ডিপ্রেসান জানেন? মানসিক যন্ত্রনা! সহ্য করতে পারলাম না, তাই দুম করে মরে গেলাম।" -"হা হা হা হা...। নিজের উপর কন্ট্রোল না রাখতে পারলে এরকম হামেশাই ঘটে।"মেয়েটি হাসল। গল্প করতে করতে আমরা এখন বড় একটা গাছের নীচে চলে এসেছি। দু'জন বসে পড়লাম। মেয়েটি খুব মিশুকে ছিল, সেটা বেশ বোঝা যায়। কিছুসময় থেমে মেয়েটি আমাকে আবার বলল,-"একটা কথা জিজ্ঞেস করবো?" -"করুন।" -"আপনি কখনো কাউকে ভালবেসেছেন? আমার হাসি পেল। বললাম,-"হ্যাঁ। ভালোবেসে ছিলাম।" -"তবে মরে গেলেন কেন?" -"মানে!" -"জানেন না, ভালোবাসা পেলে মানুষ তার জন্যে সব কষ্ট সহ্য করেও বেঁচে থাকে!" মেয়েটি বলল। -"আসলে তা নয়, ভালবেসেছিলাম শুধুই আমি, কিন্তু কেউ আমাকে ভালবাসতে চাই নি।" -"কেন?" -"জানি না আমি। পুবের দিকটা রাঙা হয়ে এল। আর বেশীক্ষণ গল্প করা যাবে না। দিনের আলো ভূতেরা সহ্য করতে পারে না। আমি মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম,-"আচ্ছা, আপনি এখানে কি করে এলেন?" মেয়েটি বলল,-"সে সব অনেক গল্প। কাল যদি আপনি এই গাছের নীচে, আসেন তাহলে শোনাবো।" -"আচ্ছা।আসবো।" আমরা দুজন চলে গেলাম,দু'দিকে। পরদিন আমি সেই গাছের নীচে গেলাম। দেখি, মেয়েটি আগে থেকে এসেই বসে আছে। আমাকে দেখেই বলল,-"বসুন।" আমি তার পাশে বসে পড়লাম। মেয়েটির সঙ্গ আমার ভালই লাগছে। মনে হচ্ছে, মেয়েটি যেন আমার খুব কাছের। আসলে ভূত হবার পর সবাই তো কঙ্কাল। একই রকম দেখতে। মনুষ্য জন্মে সে কেমন দেখতে ছিল এখন আর কিছুই বোঝা যাবে না। বললাম,-"এবার আপনার গল্পটা একটু শুনি।" মেয়েটি বলতে শুরু করলো......। -"জানেন, আপনার মতো আমাকেও কেউ কোনোদিন ভালোবাসে নি।" -"কেন?" বললাম আমি। মেয়েটি কিছুক্ষন থামলো। তারপর বলতে শুরু করলো...." আমার বয়স তিরিশ। একটা ছোটো চাকরী করতাম। সরকারি চাকরী। খুব কালো আমার গায়ের রঙ। চেহারায় কোনো সৌন্দর্যের ছিটে ফোঁটা ছিল না। আমার মুখের দিকে কেউ দু'বার তাকাতো না। আমার বান্ধবীদের যখন দেখতাম, তারা বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে; আমারও খুব ইচ্ছে হত, কেউ আমাকে ভালোবাসুক। আমার হাত ধরে ঘুরতে নিয়ে যাক। কোলে করে উঁচু করে তুলুক। কিন্তু কেউ ই সেভাবে এগিয়ে আসেনি। স্কুল, কলেজ পেরিয়ে গেল। চাকরী পেলাম। তবুও কেউ এল না। এদিকে বয়স বাড়তে লাগলো। মা-বাবা বিয়ে দিতে চাইলেন। কিন্তু কেউ আমাকে পছন্দ করল না। এত কালো মেয়েকে কে বিয়ে করবে বলুন? আমাদের গ্রামের লম্পট, মাতাল কয়েক জন আমাকে বিয়ে করতে চাইলো। বাবা-মা রাজী হয়ে গেল। কিন্তু আমি রাজী হলাম না। কি করে ওই লম্পট দের বিয়ে করি বলুন? ভেবেছিলাম একা একাই কাটিয়ে দেব জীবন টা। কিন্তু এদিকে একটা মেয়ে একা একা থাকতে পারে না। আসে-পাশের অনেকের কথা শুনতে হয়। মা, আমার জন্যে চোখের জল ফেলত। সে জল আমি প্রতি রাতে দেখতে পেতাম। আসলে কালো মেয়ে নিয়ে সাহিত্যিকরা গল্প বানায়, কবিরা কবিতা লেখে কিন্তু কেউ জীবন সঙ্গিনী করতে চায় না। তারপর নিজের উপর ঘেন্না ধরে গেল। রাগ হল। তাই আর দেরী না করে, একদিন রাতে গলায় কাপড় জড়িয়ে...... মেয়েটি আর কিছু বলতে পারলো না। আমার মনে হল, মেয়েটি কাঁদছে। ভূতেরাও কাঁদে! আমার ও কষ্ট লাগলো খুব। চুপ করে রইলাম অনেক্ষন। তারপর মেয়েটির হাত ধরলাম। মেয়েটি আমার দিকে চোখ তুলে তাকালো। -"এখন যদি আপনাকে কেউ ভালোবাসে, তাহলে কি করবেন?" -"এখন কে ভালোবাসবে আমায়?" কথাটি বলে, মেয়েটি চুপ করে রইল। আমি আরেকটু কাছে গিয়ে বললাম,-"আমি ভালোবাসবো। খুব। মৃত্যুর পর এ জগতে কোনো ভেদাভেদ নেই। কে কালো, কে ফর্সা, কে হিন্দু... ....মুসলিম....খ্রিষ্টান...? সবার একটাই রঙ কালো আর একটাই ধর্ম -সে ভূত। একবার বিশ্বাস করে দেখুন!" -"না, তা হয় না।" মেয়েটি উঠে সামনের দিকে হাঁটতে শুরু করলো। আমি পিছন থেকে হেঁকে বললাম,-" প্লিজ! যাবেন না। জানিনা, আপনার সাথে কথা বলার পর খুব থাকতে ইচ্ছে করছে এখানে। আপনার গল্প শুনে, আপনাকে সত্যিই ভালোবাসতে ইচ্ছে করছে। কিন্তু আমাকে কালই হয়তো আবার মনুষ্য জগতে চলে যেতে হবে। আজই শেষ দিন আমার। তাই আমি আপনার সাথে আরও কিছুটা সময় থাকতে চাই।" আমার মনুষ্য জগতে চলে যেতে হবে শুনে মেয়েটি থমকে দাঁড়ালো। পেছন ফিরে আমার দিকে তাকালো। এগিয়ে এল আমার দিকে। একদম আমার পাশে এসে বলল,-" সেকি! না, আপনাকে যেতে দেবো না। আপনিই প্রথম আমাকে ভালোবাসি বললেন। কোথাও যেতে দেবো না আপনাকে, বলে আমার হাত ধরলো মেয়েটি। দু'জন পাশাপাশি হাঁটতে লাগলাম”। ভোরের আলো ফুটতে এখনো অনেক বাকি। ইন্দ্রনাথ এতক্ষণ সম্মোহিত হয়ে লিখে চলছিল তাঁর বন্ধুর প্রেমকাহিনী। লেখা শেষ হতেই ছায়ামুর্তিটা এবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় নাকি সুরে বলতে লাগল, - চললাম রে ইন্দ্র। আসলে অনেক দিন পর তোর সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল তাই আমার প্রেম কাহিনী তোকে বলে একটু হাল্কা হলাম। তুই যে এতক্ষণ ভূতের গল্প লেখার জন্য ছটফট করছিলি এবার নিশ্চয়ই সেই গল্পের প্লট পেয়ে গেছিস? আজ তোর কাছে আমার এই কাহিনী বলতে পেরে এতদিনে শান্তি পেলাম। দুর্ভাগ্য আমার এইসব প্লট আমার মাথার মধ্যে থাকলেও লিখতে শুরু করার কিছুদিনের মধ্যেই আমার জীবনদীপ নিভে যায়, কিন্তু আজ আমার আর কোনও আফশোষ নেই। ভালো থাকিস আর আমি জানি এবার তুই নিজেই খুব ভালো ভালো ভূতের গল্প লিখতে পারবি। ইন্দ্রনাথের চোখের পাতা দুটো ভিজে এল। টেবিলে রাখা নীল পেনটার দিকে তাকিয়ে মনটা ভারী হয়ে এল। ইন্দ্রনাথ ঠিক করল এবার আগরপাড়ায় গিয়ে মেঘনাথের পরিবারের সঙ্গে দেখা করবে। এই মানুষটাকে আরও ভালভাবে জানতে হবে। তাঁর অপ্রকাশিত লেখাগুলো পরিবারের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো প্রকাশ করলে তবেই তাঁর আত্মার শান্তি হবে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register