স্বর্গে যাবার রাস্তা অত্যন্ত সহজ,
রাস্তাটা কেমন হবে বুঝিয়ে বলছি।
ওই যে কাঁচা রাস্তা এঁকেবেঁকে চলে গেছে
পচাডােবার পাশ দিয়ে, তারপর বাঁশবন,
অড়হড় খেত, কিয়দ্দূরে জোব চার্নকের বাবার আমলের পােড়ো বাড়ি, তারপর ফুট-তিনেক চওড়া
মজে-যাওয়া খাল আলতাে লাফিয়ে পার হতে হবে,
তারপর শুরু হয়ে যাবে সর্ষের হলুদ মাঠ,
সূর্যমুখী খেত…
ও হ্যা বলতে ভুলে গেছি,
পথ চলার জন্য চাই একজোড়া দেবদূত পা।
0 Comments.