স্যার বললেন : সময়ের কাজ সময়ে করেছি
কাজই আমার ঈশ্বর।
আমি বাস্তবিক পক্ষে এক সময়নিষ্ঠ ঘড়ি
আর অনুগত এই হাতদুটো
‘আমি’ নামক সেই ঘড়ির কাটা।
হা স্যার, আপনি নিশ্চয় এক ঘড়ি
ঘড়ি মানে দোদুল্যমান পেণ্ডুলাম—
উচ্ছ্বাস, উদ্যম আর জৌলুস।
আর আপনি যতই ঘড়ি-ব্র্যান্ড সময়নিষ্ঠ হােন
মাঝে মাঝে মনে হতেই পারে :
এইবার একটু থামি, থেমে যাক
মায়াবী পেন্ডুলাম।
0 Comments.