ক্রমাগত ভিড় বাড়ছে,
ক্রমাগত ভিড় বাড়বে,
দেখা যাবে, আরাে বেশি লােক
ডুডুতেও আছে তামাকেও আছে,
দেখা যাবে, আরাে বেশি লােক
ধর্মেও আছে জিরাফেও আছে,
ধর্ম থাকলেই হল, এমনকী বকধার্মিককেও
অধার্মিক বলা যাবে না এবং জিরাফদেরও
তাচ্ছিল্য করা যাবে না,
জিরাফ বলে কি মানুষ নয়।।
বাজি রেখে বলতে পারি ধর্মপরায়ণ
অসংখ্য, অগণ্য মানুষেরা সন্ধের পর
একত্রিত হবে,
বােতলের ছিপি খুলবে, গ্লাসে ঠোট রেখে
দেবে ধর্মসম্মত চুমুক।
0 Comments.