না-কবিতা, না-আখ্যান,
না গদ্য, না গপ্পো।
অর্ধ শতাব্দী দীর্ঘ পথের দু-ধারে বহু গাছ
প্রণামের মুদ্রায় ঝুঁকে পড়ে
ছায়া বিছিয়েছিল,
স্বপ্নের রাংতায় কেউ মুড়ে দিয়েছিল
গ্রানাইট পাথরে নির্মিত রাত্রি,
কিছু ভাইরাস জন্ম দিয়েছিল
নিরাময়হীন আধিব্যাধির।
তেমন কিছু নয়। রেললাইন বরাবর
টাইমটেবিলের ট্রেনের চলে যাওয়া। মামুলি।
তবু কেন জানি না, তােমার জন্য
বুকের মধ্যে লুকিয়ে রেখেছি
‘ভালােবাসি’
যদিও তুমি মনের অতলে জমিয়ে রেখেছে সম্ভবত
প্রতিবেদনহীন প্রত্যাখ্যান।
0 Comments.