ছড়ায় নিতাই চন্দ্র দাস
কোলা ব্যাঙ
ডোবার ধারে কোলা ব্যাঙ
ডাকে ঘ্যাঙর-ঘ্যাঙ,
তাই না শুনে পাড়ার ছেলেরা
নাচে ড্যাং ড্যাং।
কেউবা খোঁচায় লাঠি দিয়ে
কেউবা মারে ঢিল,
পাশে দাঁড়িয়ে ছোট্ট খোকা
হাসে খিল খিল।
হইচই শুনে পাড়ার বুড়ি
হঠাৎ তেড়ে আসে,
তাই না দেখে দুষ্ট ছেলেরা
দৌড়ে পালায় শেষে।
0 Comments.