জীবনের কিছু ভুল,
প্রতিবার নদীর মত নেয় বাঁক
জীবননদীর তটে বসে
কখনও নুড়ি কুড়াই রোদে, কখনও ঝিনুক
হে জীবন,
তোমার আলোক নিই, তোমারই ছায়ায় বসি
বাসনার পাশে বসে করে যাই দিনান্ত প্রয়াস
কাটাই বসে দীর্ঘ সময়, যেন শবরীর প্রতীক্ষাদিবস!
এমনই সব ভুল থেকে---
তবু বাঁচিয়ে রাখি জীবনের কিছু রঙিন ফুল
ফাগুনের বারান্দায় মৃদুমন্দ বাতাস
পলাশ, কৃষ্ণচূড়া ফোটে
কোকিলের গান শুনি, প্রজাপতি ওড়াই
মোহনার কাছে এসে উজান স্রোতে
জীবননদীর বুকে আবার নৌকা ভাসাই!
0 Comments.