করাতকলের পাশ দিয়ে যারা হেঁটে যায়
তারা প্রত্যেকেই যেন শল্যচিকিৎসক-
. দেখে দেখে ট্রেনিং হয়ে যায় ।
আমার তাঁবুর পাশে যারা ঘাঁটি গেড়ে থাকে
তারা হামেশাই তাঁবুতে ঢুকে পড়ে-
. গা ঘেঁষাঘেঁষি করে এঁটে যাই।
এভাবে শিক্ষা ও সহবত মিশে যায়-
. সহবত শিক্ষা অর্জন করে নেয়।
করাতকলের সাথেই যদি একটা -
. সেলাই মেশিন থাকত!
তাঁবুর ভেতরেই যদি একটা -
. ডিসপেনসারি থাকত!
0 Comments.