Thu 18 September 2025
Cluster Coding Blog

|| আজ সারাদিন শুধু নাসের হোসেন ||

maro news
|| আজ সারাদিন শুধু নাসের হোসেন ||

কবি নাসের হোসেন প্রয়াত

সৈয়দ হাসমত জালাল
'প্রতিটি কোষের মধ্যে যে জীবন-স্পৃহা তাকে আমি প্রণাম করেছি' - লিখেছিল কবি নাসের হোসেন। সেই নাসের আজ প্রয়াত হয়েছে, ভাবতে কষ্ট হচ্ছে। নাসের আমার জেলার, বহরমপুরের ছেলে। ১৯৭১ সাল থেকে তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ। নাসেরের দাদা কবি-সাহিত্যিক, পেশায় চিকিৎসক, কামাল হোসেন আমার ছোড়দা কবি জমিল সৈয়দের সেই সময়কার বন্ধু। সত্তর দশকের শেষদিকে নাসের, প্রয়াত শুভ চট্টোপাধ্যায়, শান্তিময় মুখোপাধ্যায়, সমীরণ ঘোষ এরা প্রায় একসঙ্গে বহরমপুর শহরে কবিতাচর্চা শুরু করে। নাসের ছবিও আঁকত। আমি তখন দিল্লিতে থাকতাম। সেসময় বহরমপুরে গেলে কলেজিয়েট স্কুলের মাঠে অথবা ভাতৃসঙ্ঘের মাঠে বসে ওদের সঙ্গে আড্ডা হয়েছে। কবিতা পড়া ছাড়া গানও হতো। শান্তিময় গাইত, আমিও গেয়েছি। তখন জমিল বহরমপুরের কবিতাচর্চার সঙ্গে গভীরভাবে জড়িত। এর পরের পর্ব কলকাতায়। কবিতাই ছিল নাসেরের জীবন। যদিও কলকাতায় বিড়লা অ্যাকাডেমিতে তার আঁকা ছবির প্রদর্শনী হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় উদ্বোধন করেছেন সেই প্রদর্শনী। মকবুল ফিদা হুসেন এসেছেন সেই প্রদর্শনীতে। প্রভাত চৌধুরী সম্পাদিত 'কবিতা পাক্ষিক' পত্রিকার সঙ্গে ওতপ্রোত জড়িত ছিল নাসের। অত্যন্ত ভদ্র, নির্বিবাদী নাসের বয়োজ্যেষ্ঠ কবিদের স্নেহ যেমন পেয়েছে, তেমনি তরুণ এবং তরুণতর কবিদের সঙ্গে ছিল তার আত্মিক যোগ। প্রতি সপ্তাহান্তে কলকাতা থেকে বহরমপুর যেত নাসের। সেখানকার কবি-লেখকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। শান্ত, নির্বিরোধী, মধুর-স্বভাব এই কবির ছিল এমনই প্রাণশক্তি। অথচ সে-ই চলে গেল অসময়ে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ব্লাড-ক্যান্সারে আক্রান্ত কবি নাসের হোসেন। আগামী মাসে ৬৩ বছর পূর্ণ হতো তার। তার জন্ম ১৯৫৮ সালের ২জানুয়ারি। নাসেরের প্রথম কাব্যগ্রন্থ 'অপারেশন টেবিল'। তারপরে আরও ২৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। আশির দশকের একজন সুপরিচিত কবি নাসের হোসেন। কবিতা বিষয়ক আলোচনা এবং অনেক গদ্যও লিখেছে সে। তার বোন সোনালি বেগম ও ভাগ্নি রোশনি ইসলাম কবি হিসেবে পরিচিতি অর্জন করেছে। নাসেরের মৃত্যুতে কবিমহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register