একটা কমলারঙের স্পেসকে খাড়া করে রাখা
হয়েছে, স্পেস থেকে কয়েকটা আঁকাবাঁকা নকশারেখা
উৎপন্ন হয়েছে এবং বেরিয়ে গিয়েছে সিলিং পর্যন্ত
ওপাশে একটা কালো দরোজা একটা কালো চৌকো
আয়তাকার চিহ্নের মতো প্ররোচিত করেছে সেই
কৃষ্ণগহ্বরে প্রবেশ করবার জন্য, কয়েকটা জেড্-চিহ্ন
স্পেস- এ উৎপন্ন হয়ে এগিয়ে এসেছে মার্বেলের মেঝেতে
যেন- বা চাদরের ঝালর, লুটিয়ে গেছে জলের নিঁগাহে।
0 Comments.