আজব কাচের নগরীতে উঠে এসেছি, কত রকমের কাচ
একটাই শুধু বিশেষত্ব সেটা হল এই কাচ কখনো ভাঙে না
কোনো কোনো কাচের মধ্য দিয়ে
পিছনের দৃশ্য দেখা যায় না, মাঝেমাঝেই
নিশ্ছিদ্র নিস্তব্ধতায় শোনা যায় হায়েনার হাসি
এত হায়েনা এল কোথা থেকে, এত হায়েনা
উত্তর মেলে না, প্রশ্নগুলোই প্রতিধ্বনিত হতে থাকে।
0 Comments.