টেবিলের উপরে একটা ছোট ঘনক, তার পাশে
একটা বীণাবাদক বালকের মূর্তি, তারও পাশে
একটি চকিত আওয়াজে ফিরে তাকানো অশ্ব
একটা সাদা প্লাস্টারের হাত পড়ে আছে তার পাশে
দুটি অনন্ত ঘুমন্ত মুখ দেখা যাচ্ছে রয়েছে
তারও পাশটিতে, পেছনে ধূসর রেলিং, রেলিং-এর
ওপাশে আকাশ, সেখানে কতকগুলো চিল উড়ছে।
0 Comments.