যে কোনো দ্বীপের থেকে উঠে আসছে ঝড়
আমি আজ এই ভূখণ্ডে দাঁড়িয়ে দু-হাত বাড়িয়ে
অনুভব করছি সব। বিশাল আকাশ আর বিশাল
জলের উপাখ্যানের মধ্য দিয়ে ওই পরমানন্দে
নাচতে নাচতে দু'হাত বাড়িয়ে এগিয়ে আসছে।
একগুচ্ছ প্রজাপতি কয়েক মাইল উঁচু দিয়ে একঝাঁক
বর্ণময়তার রেখা টানতে-টানতে হারিয়ে যাচ্ছে দূরে।
এসো ভয়ংকর ঝড়, আমাকে গ্রহণ করো, উড়িয়ে নিয়ে
যাও, অজানা কোনো দ্বীপে, যেখানে পল গগ্যাঁ ছবি আঁকছেন।
0 Comments.