Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতা সিরিজে প্রভাত মণ্ডল

maro news
কবিতা সিরিজে প্রভাত মণ্ডল

আরাধনা

দ্বিতীয় সর্গ - ১ খুলিল আঁখি পাতা মৃদু সমীরণ বয় নব কলেবরে আজ একি তব নব সাজ ঘুচিলো আঁধার কালো তন্দ্রা ভাঙিয়া আলো পূবাকাশে নব জ্যোতি বসুধা ছুঁতে চায় ।
ডুবিলো কালো শশি ঊষার নুপুর শুনে রবির পরশ মাখা দিগন্ত গগনে আঁকা কুসুম প্রদীপ্ত আভা মুকুটে কিরণ শোভা তটিনী বহিয়া চলে হরষে আপন মনে । দ্বিতীয় সর্গ - ২ হারায়েছে চন্দ্র তারা লুকায়েছে মুখ আপন ভাবের ভরে ঢুলু ঢুলু ঘুমঘোরে পর্বত মুকুট পরে নিমেষে আলো করে পূবাকাশে দ্যুতি ভরে দিলে মহা সুখ ।
হৃদয়ে আনন্দ ধারা বিমুগ্ধা মোহিনী ভাঙিল নিস্তব্ধ ভাব চারিদিক পাখি সব কিচিমিচি কলতান এ যে স্বর্গ সুধা দান প্রকৃতি আনন্দময়ী ভাব স্বরূপিনী ।
দ্বিতীয় সর্গ - ৩ প্রকৃতি প্রেয়সী মম ছড়ায়ে অরূপ রাশি তটিনী তীরে তরী তাহাতে সুবর্ণ ভরী গৃহপানে মাঝি ধায় সাথে ভাটিয়ালি গায় নাউয়েতে বসিয়া কমলা মুখ ভরা হাসি হাসি ।
তটিনী বক্ষ মাঝে ধীর গতি বয়ে যায় হাসি হাসি জলে ভাসি কমল তুলিতে আসি কিশোরীর ছোটো ভেলা সদ্য প্রভাত বেলা জলের উপরে একি আলপনা এঁকে ধায় ।
দ্বিতীয় সর্গ - ৪ চতুঃদিকে পল্লবে জ্যোতির্ময়ী রূপরাশি মৃদু হিল্লোল বয় আকুলি বিকুলি চায় মুকুল মঞ্জরী সবে চরণাঞ্জলী পাবে অপ্সরী সাজিয়া সব মুখেতে লাজুক হাসি ।
নব জ্যোতি নব হাসি বিকশিত ফুলমালা বরষে জ্যোতি ধারা তাহাতে কণক ভরা রঙিন বাহারি সব মৃদু মৃদু কলরব বনফুলে বনমালী সাজিবে করিবে খেলা ।
দ্বিতীয় সর্গ - ৫ কিরণে কিরণময় ভরিল কানন চাহিয়া মুখপানে বিষাদ ভুলিল ক্ষণে একি লাবণ্য রাশি চক্ষে পশিল আসি কোথা আলো কোথা ছায়া বিমুগ্ধা আনন ।
হেরি তব কুঞ্জবন অধরে প্রশান্তি লয়ে প্রকৃতি গহনা তুমি নীরব অরণ্যানী একা একা বোবামুখে তুমি রাণী মহাসুখে মানবের কত ব্যথা বুকে যাও সয়ে ।
দ্বিতীয় সর্গ - ৬ গগনে রক্তিম আভা পশ্চিমে বিদায় তটিনী দর্পন আজ লালে নববধূ সাজ তাহাতে কমল বালা করিছে আপনি খেলা মৃদুগতি তাহাতে শ্যাওলা হইছে সহায় ।
কচুরিপানার ফুল ফুটিয়াছে সারি সারি মাছরাঙা আড়চোখে নদীবক্ষে বৃক্ষ শাখে ধীবরের জাল পানে চেয়ে থাকে আনমনে আঁধার নামিবে বুঝি তাই রবি আঁখি ভারি ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register