রাত বড়ো হলে দিনের দূরত্ব বেড়ে যায়।
আবহমান কাল ধরে আলোর সভ্যতায় ঝুলে থাকা যে নৈঃশব্দ, আমি তাকে জীবন বলে ডাকি। সমস্ত ডাকাডাকি শেষে নিরূপায় মদ্যপ তরুন বাড়ি ফেরে ধীর পায়ে। তার গায়ে সংক্রান্তির গন্ধ লেগে থাকে। অচেনা অন্ধকার হাতছানি দেয়, ক্রমশ কোলাহল স্তব্ধ থেকে স্তব্ধতার দিকে ঝুঁকে যায়। আমি জেগে থাকি। রাত বড়ো হলে ছায়ার দূরত্ব কমে আসে,
আমি তাকে আদর বলে ডাকি।
0 Comments.