Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

maro news
T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

শুভমস্তু

পঞ্চাশ মানে শুধুই দুই অঙ্কের একটা সংখ্যা নয়৷ পঞ্চাশ মানে এক পা দু পা করে উপবন, বোন, পাহার, জলাশয়, নদী, মরুভূমি, জলপ্রপাত পেরিয়ে ক্রমশঃ এগোতে থাকা লক্ষ্যের কাছাকাছি৷ পঞ্চাশ মানে স্বপ্নগুলোকে জুড়তে জুড়তে ক্রমে একটা নকশী কাঁথার মাঠ হয়ে ওঠা৷ পঞ্চাশ মানে নতুন সম্পর্কে জড়ানো৷ পঞ্চাশ মানে পুরোনো সম্পর্কে ওম দেওয়া৷ পঞ্চাশ মানে সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করে নেওয়া৷ পঞ্চাশ মানে একটা বৃহৎ পরিবার৷ পঞ্চাশ মানে অগণিত লোকের আশা আকাঙ্খার কেন্দ্র হয়ে ওঠা৷ ভালোবাসার ঋদ্ধ হওয়া৷ পঞ্চাশ মানে ভরসা, সাফল্য, এগিয়ে যাওয়া৷
কত কাঁটা ফুটেছে৷ ঝরে উড়িয়ে নিয়ে গেছে ছাউনি৷ জলে ভেসে গেছে সহায় সম্বল৷ রসদ ফুরিয়েছে৷ তবু আত্মজনেদের অভাব হয়নি৷ ক্ষতস্থান ভেরেছে তাদের ভালোবাসার প্রলেপে৷ নতুন উদ্দাম নতুন উৎসাহে ফের বসত গড়া, সংসার সাজান৷ বেলোয়ারি ইচ্ছেদের আনাগোনা৷ স্বপ্নের বুদবুদ ঘিরে আলোর নাচানাচি৷ উৎসের মুখ থেকে পাথরটা সরে গেলেই তো নদী আবার বেগবতী হয়, ঝরনা আবার লাস্যময়ী হয়৷ গাছে গাছে তখন আবার ফুল ফল প্রজাপতি মধুপ৷ ক্রমে যেন গাছটা লতা পাতা শাখাপ্রশাখা ছড়িয়ে আরও নিবিড় হয়, আরও বৃহৎ হয়৷
যত সময় যায় সে মাথা ঝাকিয়ে ওপরে উঠতে থাকে আরো৷ কত নতুন পাখি বাসা বাঁধে৷ তার ছাড়ায় শ্রান্ত মানুষ বিশ্রাম নেয়৷ বন্ধনে আরও আবদ্ধ হয় চরাচর৷ সময় বিগত ধারাপাতে ঘটে যাওয়া শুভ অশুভের দায়ভার নিয়েই এগিয়ে চলে৷ এ চলনই একমাত্র সত্য অমোঘ৷ নিরন্তর এই যাত্রা, পথের কষ্ট, সংগ্রামের তীব্রতা একজনকে আরও দৃঢ় করে৷ আরও পরিশীলিত করে৷ আরও গভীর করে৷ বোধের অতলে সে ক্রমে পরিণত হতে থাকে৷ তার পরিবার পরিজনের সাথে আরও নিবিড় বন্ধনে আবদ্ধ হয়৷
চারাগাছ থেকে ধীরে ধীরে মহীরূহ, বটবৃক্ষ৷ ঝুলে পড়া ঝুরি ধরে ফিঙে, দোয়েল দোল খায়৷ চন্দনের গন্ধে ক্রমশঃ আবেশ বিহ্বল পঞ্চাশের ঘাট, বড় রাস্তা, এঁদোগলি, নাটমন্দির৷ আজ উৎসব পৌষের বনে৷ পাতা ঝরার গানে৷ মন্দিরের ঘন্টায়, উপোষী চাঁদে৷ তোমার পঞ্চাশ, কস্তুরীর ঘ্রাণ নিয়ে আসুক৷ পঞ্চাশের পৌঢ়ত্বে এসে আবার তুমি দ্বিতীয় শৈশবের টলমলে পায়ে নতুন করে যাত্রা শুরু করো৷ তোমার আপনজনেরা মঙ্গল শঙ্খ হাতে সাজ বাতির আলো জ্বেলে অপেক্ষা করছে রাস্তার দুই ধারে, তোমাকে নতুন করে বরণের করে নিতে৷
শুভমস্তু    শুভমস্তু   শুভমস্তু
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register