অথচ এই আপাত নিস্পৃহতা আর নির্জনতা পেরিয়ে
প্রয়োজন ছিলো শিতঘুম ভাঙার
প্রয়োজন ছিলো একটা ঝড় অথবা এক মেঘ বৃষ্টির
অস্তরাগের উদাসী ধুলোর গেরুয়া রং ঝেড়ে ফেলে
বুক জুড়ে খোঁজা দুরন্ত রাতের এক নীল অরণ্য
শ্বাসরুদ্ধ বাকরুদ্ধ এক অযান্ত্রিক বিস্ময় ওডিসি
যেখানে তোমার ঠোঁট বেয়ে বাষ্প ঝরবে
আমার সমুদ্র লালার
আর সোনালী ফলকে লিপিবদ্ধ হবে
দূরত্বের সব অভিমান
0 Comments.