অন্ধকার থেকে টেনে তুলতে চাইছি নিজেকে
বড়ো ক্লান্তি চারপাশে।
রোদের স্পর্শে বিষন্নতার বাকল ঝরে যেতে পারে কিছুটা
হ্যাঁ মিথ্যেই বলেছি।
মিথ্যে কথা জোর গলায় বললে সময়ের সাথে সত্য হয়ে যায় শুনে এসেছি।
আমাকে পাগল বলতে পারেন বা
আজগুবি কথা বলছি বলে এড়িয়ে যেতে পারেন
আমি কারুর সাথে প্রবঞ্চনা করিনি।
মিথ্যের মোড়কে নিজেকে সাজিয়ে
নিজের সাথেই ছলনা করে এসেছি এতদিন।
0 Comments.