Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে মলয় গোস্বামী

maro news
T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে মলয় গোস্বামী
ভাবি, আর লিখব না ।
কিন্তু দেখেছি আমি, না লিখেও মেঘ এসে যায় গ্রামের আকাশ ভরে ! ... গাছেরাও সাজে সজ্জায় !
না লিখেও দেখেছি আমি সকালে দোকান খোলে ! বিকেলেও ফুটবলে ভিড় ! ভাই ইস্কুলে যায় । নারীও সন্তানবতী । ... সন্ধ্যার আকাশে জুড়ে ভগবান ছড়ান আবীর ।
অনেক ভেবেছি আমি, না লিখেও লক্ষ্য করি ক্রমাগত ঠোঁটে এসে অভিমান জমে এক তন্বী প্রেমিকার ; দূরে তার তরুণের গম্ভীর দুটি চোখে ভালবাসা অশ্রু হয় ক্রমে !
ভাবি --- আর লিখব না । কিন্তু দেখেছি, হায় কতকিছু আমাকে কাঁদায় ! পেন হাতে নিয়ে ভাবি, না-লিখে পারিনা কেন ? এটা কি আমার মতো দুর্বলের দায় !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register