Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে মুহাম্মদ সোহরাব উদ্দীন

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে মুহাম্মদ সোহরাব উদ্দীন

ভিক্ষুক

এক মুঠো ভাত দে মা ভিক্ষা করে ফিরি ক্ষিদের জ্বালায় জ্বলছে উদর আর সহে নারে | পরনেতে জোড়া তালির ছেঁড়া কাপড়খানী এক মোটে পয়সা তো নেই ঔষধ কিনে আনি | নড়বড়ে ঐ ঘরখানা মোর টিনে ছাওয়া ধন রোদ-বৃষ্টি-ঝড় প্লাবন নিত্যই আপনজন | পথ্য কেনার সামর্থ নেই পাইনা খেতে ভাত অনাহারে ভীষণ ক্ষুধায় কাটে দিন-রাত | সারা দিনের দু'মুঠো চড়াই ভাঙ্গা হাড়ি তাতে আবার কুকুর-বেড়াল কাকের কাড়াকাড়ি | চারদিকে কষ্ট-ক্লেশ আর সবার অবহেলা চোখের স্রোতে বন্যা নামায় দারুন ক্ষুধার জ্বালায় ||
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register