সারাজীবন তাড়া করে বেড়ালো জন সাহেবের
টুপি
বিকেলের হাট থেকে তিনি কিনে আনতেন টর্চ লাইট
অপমান ও আদর উঠে আসছে করতলে
পাখি উড়ে যায় গমখেতের দিকে।
ইতিহাস বলতেই হাতকামান।ভূগোল জুড়ে নদীর
পাড় ভাঙবার শব্দ।
জীবন জুড়ে কেবল পৃষ্ঠা উল্টে যাওয়া
সব ম্যাচে গোলপোস্ট থাকে না,হাততালি থাকে
না
বিষন্ন মানুষ কেবল ঢুকে পড়তে থাকে ফরেস্টের
খুব ভেতরে
তাই আত্মহত্যা লিখি।
লিখি বাজনা ও বিসর্জন।
0 Comments.