Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

maro news
গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

১| ফাগুন এলো

আয় সখী আয় যতনে সাজায় মনের মতোন করে । ওগো ফাগুন এলো ফিরে ।।
বাতাসে একি মধুর তান ফুলেতে সুভাস ভরা , নয়ণে একি মাতাল নেশা হৃদয় হরণ করা । ওগো ফাগুন এলো ফিরে ।।
মন ছুটে যায় সুদূর পানে কোন অজানা নীল গগনে , তারার সাথে খেলে খেলে সাঙ্গ হল রাতি , আমি নিভিয়ে দিলেম বাতি । ওগো ফাগুন এলো দ্বারে ।।
আজি এ ফাগুন প্রাতে ফুলের মালায় , তোর সাজিয়ে দিলেম খোঁপা , চল সখি চল থাকতে নারি এ বদ্ধ ঘরে একা । ওরে ফাগুন এলো দ্বারে ।।
বন্ধ মনের দুয়ার খুলে সেই চেনা সব দ্বন্দ্ব ভুলে , আয় না সখি সুর ধরি আজ আমরা করি খেলা , যাক বয়ে যাক বেলা । ওরে ফাগুন এলো দ্বারে ।

২| স্বপ্ন লোকের ওপার

প্রাণের দুয়ার খুললো তবে ফাগুন এলো দ্বারে , মন মধুকর মেললো পাখা স্বপ্ন রঙিন পটে আঁকা কোন সে সুদূরে , মোর মনের ওপারে ।
লাল নীল সব স্বপ্ন মাঝে হৃদ মাঝারে সেতার বাজে , মন লাগেনা কোনো কাজে তুমি এলে তাই , মোর হৃদ কমলে , হিয়ার মাঝে তোমায় দিলাম ঠাঁই ।
কৃষ্ণচূঢ়ার শাখে শাখে দোয়েল ফিঙে কোকিল ডাকে , বনটিয়া আজ মেললো পাখা ফাগুন এলো বুঝি , মোর মনের শত স্বপ্ন আশা শুধু তোমার মাঝেই খুঁজি ।
তোমার হাওয়ার পরশ মেখে গাঁ'এর রাখাল এঁকে বেঁকে , গোধূলিতেও উড়িয়ে চলে মনের সুখে ঘুড়ি , ঘুড়ির টানে ভুলেই যায় মায়ের হাতের ছরি ।
ওগো ফাগুন , ওগো ফাগুন খুলে দিলে দ্বার মোরে তোমার সাথে নিয়ে চলো স্বপ্নলোকের ওপার ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register