ক্যাফে কাব্যে পৌষালি চক্রবর্তী
দৈনিক
অস্ফুট কিশোরী ভোর এক
আম্রুহাঁসা নদী চরে।
দূরে দূরে থমকানো মানুষের ঘর।
গামহার পাতা ছুঁয়ে নেমেছিল যে স্বাতী তারা জল,
প্রত্নগ্রানাইট কে বানাল
হরগৌরী শিলা।
মকরবাহিনী সেখানে নিত্য আসন পাতেন
ছিলাকাটা চাঁদ লাগে পলাশবনে।
তবু ও দুপুরফুল জল পায় না।
শালুকবিলে শঙ্খ লাগায় দুই জন্মান্ধ সাপ
উদলবনী'র পথে পথে শাঁখের ডাক
ফিরি করে চুনি হেমব্রম,
এই অবিরল মালভূমে
যার নিজের একটু ও জমি নেই।
0 Comments.