Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় প্রভাত মণ্ডল

maro news
কবিতায় প্রভাত মণ্ডল

আরাধনা

প্রথম সর্গ - ১ কে তুমি গগনে আজি দাঁড়ায়ে প্রভাত বেলা আলুথালু মুখ ভার চন্দ্রমা করিয়া পার নবসুধা দিতে গিয়ে ফিরিছো ও মুখ লয়ে বসুধা জুড়িয়া তব কি বিচিত্র এ লীলাখেলা ।
লাজে অবনত আজ তব রাঙা মুখ তুমি এলে হয় লেখা এ ভুবনে নব রেখা মনে আসে স্ফূর্তি তুমিই করুণা মূর্তি তুমি এলে এ ভুবনে আসে নব সুখ । প্রথম সর্গ - ২ তুমি এলে ভাঙে নিশি এই ধরাতলে ভাঙে সবা ঘুমঘোর পাখি ডাকে হয় ভোর বধূরা কলস কাঁখে গাঁ'এর পথের বাঁকে কানে কানে গুন গুন কত কথা বলে ।
হারায়ে আপন তেজ নিখিল ভুবনে আজ রাঙা জ্যোতি তব কোথা পেয়েছো কি মনে ব্যথা চাঁদ-তারা মহা সুখে দিবা ভাগে তব বুকে গাঁথিয়া পরান মালা দিতেছে তোমারে লাজ ।
প্রথম সর্গ - ৩ মধ্যাহ্ন গগনে আজি নাহি দেখা কোনো পলে তব বক্ষে একি ব্যথা জলে ভরা আঁখি পাতা সুনীল গগনে আজ মেঘমালা অভিরাজ ভুবন ভরাতে চাও এ কোন গভীর জলে ।
তোমার অলক্ষে আজি দিবস গগন মাঝে হাসিছে মেঘরাজ সাজিয়া নব সাজ কুন্তল করিয়া ভার তাকাতেছে চোখে আড় গাঁথিছে ফুলের মালা লতা পাতা নব সাজে ।
প্রথম সর্গ - ৪ গোধূলিতে কোথা তুমি পেয়েছো কি লাজ তুমি হীনা রামধনু গোঠের রাখাল কানু বেণুবনে গাহে গান বাঁশিতে লয়ে তান বিষাদ ভরায়ে তুলে আনে নব সাঁঝ ।
হে প্রেয়সী একি রূপ তব কালো কেশ গাঁথিয়া মুকুতা হার করিছো গগন পার কপোল বাহিয়া ঝরে অবিরত ভূমি পরে বুঝিনা গরল নাকি সুধা এ নিঃশেষ ।
প্রথম সর্গ - ৫ তিমির নামিল এবে নাহি দেখি শুকতারা তামস করিছে খেলা প্রাণে ভরা ভাব মেলা অরুণ কাঁদিছে আজ প্রাণে লয়ে শত লাজ লুকায়েছে চাঁদ আজ লয়ে স্নিগ্ধ সুধা ।
ঝিরিঝিরি বারিধারা তাহাতে হাসিছে ধরা প্রেয়সীর অন্তরে ব্যথা জাগিছে শত কথা চুপিসারে ডাকে কারে যেতে চায় অভিসারে তবু নয়ণ মুদিয়া দেখে কিরণে ভুবন ভরা ।
প্রথম সর্গ - ৬ আধো আধো ঘুম ঘোরে দিগন্ত নীলিমা জুড়ে চকিতে দিয়ে দেখা অবিরত বিদ্যুৎ রেখা একি পাগলিনী হায় কোথা হতে কোথা ধায় প্রকৃতি প্রেয়সী তুমি নয়ণ দিতেছো ভরে ।
তমসা মোহিনী রাণী আঁখিতে কাজল লয়ে বিচিত্র নব শোভা হরষে মনলোভা অম্বর দোদুল গতি তুমি হে প্রাণপতি দিব্য মধুর জ্যোতি আনিছো ভুবনে বয়ে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register