একটা স্বপ্নিল চাঁদ ফিরে ফিরে বার বার ওঠে ,
ওই দিগন্ত ব্যপী আকশটার বুকে
এক কোণে ।
একটাই স্বপ্ন প্রতি রাতে ঘুম ঘোরে দেখা দেয়
মস্ত জীবন সমুদ্রের কোনো এক
দিক পানে ।
জীবন্ত পৃথিবীটা আঁধোরাতে মৃত স্বপ্নের লাশগুলো ,
গুণে ফেরে বিনিদ্র রাত্রিযাপনে
চুপিচুপি ।
কোনো এক ছাঁই চাপা ঢিপির পাশেই দাঁড়িয়ে থাকে ,
দেখে বিবর্ণ সেই চেনা ইচ্ছেগুলো আজ কাঁদছে
সারারাতি ।
0 Comments.