Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

maro news
গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

বন্ধুস্মৃতি

হারিয়ে গেছিস অনেক দূরে তবুও ডাকি আপন সুরে উত্তর তবু দিস না বন্ধু কেবল দিস দেখা , আগেও ছিলিস আজও আছিস তুই যে প্রাণের সখা ।
হারিয়ে গেছে বন্ধু আমার হারিয়ে গেছে সব , হারিয়ে গেছে প্রাণের মাঝের নিত্য কলরব ।
নদীর স্রোতের কলধ্বনি আজও তো নিত্য শুনি , প্রাণ মাঝারের হর্ষধ্বনি আজ যে কেবল চোখের পানি , নিত্য নিত্য দিন যে গুনি বন্ধুরে ! তুই ফিরবি কবে !
আজি আঁখি জলে ডাকি তোরে বন্ধু তুই কোথায় ? হাজার তারার ভীড়ের মাঝে তোর হয়েছে ঠাঁঁই , আজ এত ডাকি তবুও বন্ধু দিস না সাড়া তাই !

কে ডাকে

অন্ধকার হতে আলোর পথে এলে বহুদিন হলো , ওই যে পথটা তুমি পেরিয়ে এসেছো ওখানে তুমি পথিক'ই ছিলে আজও সেই পথিক'ই আছো । তবুও মানতে চাও না বড্ড বোকা তুমি হে মন ! ওই রাঙা পলাশ যেদিন কুড়িয়েছিলে আর বলেছিলে , পলাশ ! আমি তোমাকে কুড়ালাম । পলাশও বলেছিলো , বোকা ! তুমি আমাকে কি কুড়াবে ! আমি তো আপনি হতে দিয়েছি ধরা তোমার কাছে নতুবা তোমার কি সাধ্যি আছে ! আজ সময় অনেক হলো , ক্লান্ত এ পথ চলা বয়স আমাকে ধরে নাকি আমি বয়সকে ধরি ! তবু পথ তো কমেছে ! আজ বয়স রূপী সীমান্তটা ধরা দিতে চায় রাঙা পলাশের মাঝে , অস্তরাগের লাল সূর্যটাও নদীর বুকে লাল পলাশের ছায়া ফেলে যায় । বুঝিয়ে দেয় সন্ধ্যা সমাগত আঁধার নামছে তুমি তৈরি হও ! লাঠি হাতে কাঁপতে থাকা তোমার পদযুগল বৃদ্ধাশ্রমের দিকে অগ্ৰসর হতে চায় । তখন মন বলে আমি আত্মহননকে ডাকছি আত্মহনন বলে , মন কই ! আমি ডাকছি বলেই তো তুমি আসছ ।
 

আঁধো চাঁদ

আঁধো চাঁদ গোঁধূলিতে পশ্চিমি সিঁথি পানে , সাতরঙা রামধনু শুধু মোর আঁখি টানে ।
বেণুবনে শিরে তুমি চঞ্চলা হাসি মুখে , চপলা হরিণী তুমি বেলা শেষে মহা সুখে ।
দুধসাদা বক ওই পাখা মেলি তোমা দ্বারে , ভাবাবেশে সারি বেঁধে মহাসুখে ফেরে ঘরে ।
জোনাকি মেলিয়া পাখা আঁধারে ঘুরিতে চায় , শেষ হল রবি তেজ মধ্যাহ্নের ধূপছায় ।
আঁধোমুখ তুলিয়াছো হাসিভরা মধু লাজে , চরণে আলতা পরে সাজিছ নববধূ সাজে ।
 

হে প্রেয়সী

হে প্রেয়সী কোথা তুমি        আজি এ প্রভাত বেলা মোর আঁখি হতে দূরে গেলে ক্ষণে , তুমি বিনা আমি নাই        এ ভরা জগৎ মাঝে মোর আঁখি সুধা নামিল শ্রাবণে ।
কোথা তব এলোকেশ        দ্যুতিময় মুখরেখা দেখি চক্ষু মুদিলে তব ছবি , আঁধো আলো আঁধো ছায়া        দিগন্ত নীলিমা জুড়ে ধিকি ধিকি জ্বলে বুঝি রবি ।
গিরি শৃঙ্গ করি পার        ও রাঙা বদন খানি দেখা দাও ভেদি ইন্দ্রজাল , সমুদ্র বক্ষ মাঝে        ঘুচায়ে সমগ্ৰ লাজে ভরি দাও লাজে রাঙা লাল ।
ওগো মোর প্রাণ সখা        তুমি হে দাওগো দেখা গাঁথিয়াছি সাজায়ে নানা ফুল , পরাইবো তোমা গলে        চুম্বিয়া ণত শিরে আজি মোর মন আহ্লাদে আকুল ।
ঘুচিল লাবণ্য নিশি        ভোলো অভিমান যত হাসিমুখে ভাঙো সব লাজ , দেখাও ও শুভ্র কায়া        পুঞ্জিত কণক রাশি দিগন্তর ব্যেপে তব সাজ ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register