রাত একটা বেজে গেছে , তুমি নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন
ছায়াপথ জুড়ে অবারিত রূপোলী বন্যা
তোমাকে জাগাবার অথবা অসুবিধায় ফেলার বিন্দুমাত্রও ইচ্ছে নেই আমার
আসলে , সবাই যখন বলে , ফাইল তো বন্ধ হয়ে গেছে
অনুপল দণ্ড পেরিয়ে আমরাও কি সময় কে ছুঁতে চাই না ?
প্রাত্যহিকতার ক্লিশে হয়রানিতে প্রেমেরও মৃত্যু হয়
তোমার সাথে এই ছাড়াছাড়ি আমার -- অনন্ত বিচ্ছেদ
দুশ্চিন্তা কেন তবে ?
নিজের অন্তর্নিহিত দুঃখ-বোধ আর বাহ্যিক আঘাত সহ্য করতে পারবে না ?
বৃত্তের বাইরে এসো , তাকিয়ে দেখো , পৃথিবী জুড়ে নেমে আসা নৈঃশব্দ্য
অনুভব করো , নক্ষত্রের প্রশংসা শুনে আকাশকে গুটিয়ে নিচ্ছে রাত
এমন স্থবির সময়ে ,
কথা বলার জন্য উঠে দাঁড়ায় একজন
সে সময়-- ইতিহাস সৃষ্টির অনন্ত সম্ভাবনা নিয়ে
--------------------------------------------------------
কবিতাটি আত্মহত্যার পর তাঁর নোটবুকের কয়েক পেজ স্ক্রিবল লাইনের মাঝে পাওয়া গিয়েছিল, ধারনা করা হয় এই কবিতাটি At the top of my voice কবিতাটির ধারাবাহিকতায় লেখা )
--------------
It's already two.
No doubt, you've gone to sleep.
In the night
The Milky Way
with silver filigrees.
I don't hurry,
and there is no point in me
waking and disturbing you
with express telegrams.
0 Comments.