হৃদয়ের দুরত্বটা মাপবার জন্য
একটা ফিতে খুজছিলাম। যা
দিয়ে পরিমাপ করা যায়
ভর্তি আর খালি পেটের পার্থক্য।
যে অশিক্ষিত শ্রমিকের বাচ্চাগুলো পেটে ক্ষিদে আর ক্লান্তি নিয়ে রেললাইনে শেষ ঘুম ঘুমিয়ে ছিল তারা জেনে গেছে আনুবিক্ষনিক সংখ্যা লঘু হওয়ার শ্রেষ্ঠ সম্মানটুকু
পেয়ে গেছে তারা।
সংবাদে প্রকাশ খবরটি শুনে
নাকি মহামহিম দুফোঁটা চোখের জল সহযোগে শোকপ্রকাশ করে ছিলেন।
নাঃ বড্ড বাড়াবাড়ি রকমের আদিখ্যেতা দেখানো হল
আর কি।
0 Comments.