আজ অভিনেত্রী মহুয়া রায় চৌধুরীর ৬২তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য।
তুমি আজও নীরবে!
বেশ ছিলাম আপন পৃথিবীতে,
নিজসৃষ্ট জগতে ছিল সবই মনের মত,
কিন্তু প্রেমের দেবের ইচ্ছাএ,
এই হৃদয় বদলালো তাঁর অভিপ্রায়,
শুনতে চাইল সেই দুটি চিরঅমর শব্দ,
"আমি তোমায় ভালোবাসি"।
প্রেম শেখালো সতন্ত্রতার পরিভাষা,
আর তা সার্থক করে তুলতে বেসেছিলাম,
ভালো তোমায়!
বুঝিনি সেদিন প্রেম যে সমুদ্র সৈকতে পরে থাকা,
এক মুঠো বালির সম,
এক মুঠো আকাশের মতোই সে অধরা!
কিন্তু আবেগেই মন, শুনতে চায়নি সেদিন কোনো কথা,
বুঝতে চায়নি এই ইট কাঠের জঙ্গলে ঘেরা বাস্তব কে,
এক নিবিড় অভিযোগে অশ্রুসিক্ত হল আমার নয়ন দুটি,
ভগ্ন হল এই হৃদয়,
পড়ে রইল স্মৃতি টুকু,
আমারই হৃদয়ের আঙিনায়!
তার পর বহু সন্ধ্যা কেটে গেছে,
নীরবতার ছায়ায় মৌন হয়েছে আমার অস্তিত্ব,
তবু আশার এক ক্ষীণ কিরণ প্রয়াস করেছিল,
আত্মার এই আঁধার কে মুছে দিতে,
ব্যর্থ!!
তুমি রয়ে গেলে নীরবে,
আজও নীরবে অনুভব করি তোমাকে,
চিরজিজ্ঞাসায় পরিণত হল আমার প্রেম!!
-কুণাল রায়।
0 Comments.