Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে চন্দ্রাণী মিত্র

maro news
ক্যাফে কাব্যে চন্দ্রাণী মিত্র

ফল্গু ধারা..🥀

আজকে না হয় চলুক নীরব খেলা অস্তরাগের রাগিণী বুকের মাঝে .. আজকে না হয় থমকে থাকুক বেলা কাটুক এ রাত স্তব্ধ প্রেমের কাছে ..🥀
আজকে শুধু ভাববো না হয় বসে উঠুক তুফান ফল্গুধারাতে আজ আজকে না হয় আকাশ হঠাৎ এসে জানলা পেরিয়ে ছুঁয়ে নিক বধু সাজ ..🥀
আজকে তবে মনে মনে কথা হবে একবার এই উদাস দিনের শেষে.. আজকে না হয় সেই কথা বলে দেবে অভিযোগ ভুলে মনের গলিতে এসে..🥀
আজকে না হয় মেনে নিও একবার ক্ষতি নেই কাল সব ভুলে যাও তুমি আজকে শুধুই মিলেমিশে একাকার মনের গল্প মনেই লিখবো আমি ..🥀
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register