Thu 18 September 2025
Cluster Coding Blog

গল্পবাজে (বাজলো তোমার আলোর বেণু) নব কুমার দে

maro news
গল্পবাজে (বাজলো তোমার আলোর বেণু) নব কুমার দে

বলো দুগ্গা মাঈকী

মফস্বলের এক সার্বজনীন পুজো মণ্ডপের পেছনে বসে একটু সিগারেটে গাজা ভরছি
দশমীর দুপুর তাই একটু হালকা মৌতাত , কেউ নেই বললেই চলে । হঠাৎই কানে এলো মহিলা কণ্ঠের ফিসফাস
কান টা খাড়া করলাম
ওওওও মাআআআ যাই না থেকে ,আর তো চারটে দিন । ছেলেটা কিইই হ‍্যান্ডু , বলেছে পুজো হয়ে গেলে কৈলাশে পৌঁছে দেবে । একটু বাইকে চাপবো , চুল স্ট্রেইট করবো ...
দেখ লক্ষ্মী আমি সব বুঝি তারপর ডিস্কোয় যাবি ভদকা খাবি জিন্স পড়বি স্কার্ট পড়বি সব মেনে নিতাম । কিন্তু পাড়ার মহিলাদের পাল্লায় পরে যদি স্টার জলসা আর জী বাংলার সিরিয়াল দেখতে শুরু করিস স্বর্গের শান্তি ভঙ্গ হবে তাতে তাই তোর থাকা চলবে না
বলছিলাম কি ম্যাডাম, এবারে একটা বাজেখাই পুরুষ কণ্ঠ
আমিও কদিন থেকে যাইনা , একটু আধুনিক জিম এ ভেজে নিতাম আর একটু ট‍্যাটু করাতাম
শোন্ রে অসুর ভালোয় ভালোয় আমার সাথে কেটে পর তোর মতলব আমি জানি বাহুবলি থ্রি তে চান্স খুজছিস কিন্তু তোর যা গাম্বাট মাথা এরা তোকে মৌলবাদী করে ছেড়ে দেবে , তাই কথা না বাড়িয়ে চুপচাপ চেপে যা
থাকুক না থাকতে চাইছে যখন আমি মামার খেয়াল রাখবো মোয়ানায়ক দেবের মতো গলা শুনতে পেলাম
মা দুগ্গা খেকিয়ে উঠলো ওই হতভাগা তোর মামা হলো কবে থেকে ??
ইয়ে আসলে অনেকদিন একসাথে আছি তো কেমন একটা সম্পর্ক হয়ে গেছে । আমি ক্লাবের ছেলে গুলোর সাথে মিশে নিজেকে একটু আপডেট করে নিতাম
চোওওওপ আপডেট হচ্ছে , আপডেট হওয়া মানে তো মদ গাজা পাতা সব ধরিয়ে দেবে ,ওইতো একটা মর্কট এখনো মণ্ডপের পেছনে বসে দম দিচ্ছে । কিছু বলাও যাবে না বললেই তোর বাপের দোহাই দিয়ে পালাবে ।
না মা আমি নেশা করবো না একটু লুক টা চেঞ্জ করবো খালি
লুক চেঞ্জ মানেতো গালে চাপদাড়ি রেখে মাথায় খেজুর গাছের মতো ঝুটি ওসব আমি সইবো না
ঠিক আছে মা যেমন আছি তেমনি থাকবো একটু ঘুরবো শুধু
ওরে আমারও কি মন চায়না তুই একটু ঘোর কিন্তু এখন কার নেতা গুলো যদি তোর মতো ইমেজ ওয়ালা ভালো ছেলেকে হাতের নাগালে পায় ভোটে দাঁড় করিয়ে দেবে আমি চাইনা তুই রাহুল গান্ধীর মতো রাজনীতি কর , মা কি করবো , মা কি করবো করার থেকে আমার সাথ ফিরে চল
কিরে গণেশ তোরো কি থাকার ইচ্ছে নাকি
গলা শুনে মণ্ডপ টা কেঁপে উঠলো মাইরি
না আমি থাকতে চাইনা ওরা আমার ছবি ফেসবুকে দিয়ে ক্যাপশন লেখে "জোকস অফ দা এরা "
আহা একটা কি মিষ্টি গলা শুনতে পেলাম যেন লতাদি
মাআআআআআ
বল সরস্বতী তুইও কি থাকবি ভাবছিস না মা আমি এখানে এসে বন্য ল্যাদখোর হয়ে গেছি এখন যেতে পারলেই বাঁচি যাবার সময় একটা বিরিয়ানি নিয়ে নেবো খেয়ে লম্বা ঘুম
আমার না পুরো নেশা ফেটে গেলো এসব শুনে এখন আরেকবার দম দিতে হবে ..
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register